শব্দের পর শব্দ জুড়ে ,
কবিতার ঘর বাড়ি সব ,
সে ঘরের দেওয়াল জুড়ে কত যে মুক্তা মানিক,
কবি তুই কোথায় পেলি?
এত সব হীরে পান্না চুনী -
আমি যে হারিয়ে গেলাম কবিতার তাজমহলে ,
কি করে ফিরব আমি ,
আমি তোর পাশের পাড়া ,আমি তো সেই মেয়েটা,
যেখানে বৃষ্টি আসে , যেখানে বকুল ফোটে ,
শাহজাহান চাইনা আমি ,
কবি তুই কলম রেখে একটুখানি হাতটা বাড়া ।