আকাশের থেকে কিছু মেঘ নিয়েছি ধার।
সুবুজ পাতার থেকে কিছু সবুজ,
ফুলের থেকে কিছু লাল, নীল, হলুদ রঙ
আর দুটি শালিকের প্রেমের কাছে কিছু আদুরে ভালবাসা
আমি নিয়েছি ধার, তোকেই সাজাব বলে-
হাজার কবিদের ভিড়ে সব দ্বিধা মুছে ফেলে আজ তোকে নিয়ে যাব-
আসর বসেছে সেখানে, এক সুন্দর সাজানো আলো ঝলমল কবিতা আসর ।
জানি আমি জানি তুই কবিতা নয় ,আমিও নই কোন কবি,
তুই তো আমার কবিতা বন্দী প্রেম ,ব্যর্থতম প্রানের নিস্তব্ধতা-
আমার পুরানো লাল পড়া ধূসর কগজের কবিতার ছেঁড়া খাতা –শুধু ভুলে ভরা ,
এক নাম না জানা মেয়েটার মত দখিন হাওয়ায়
পা ছড়িয়ে মাটিতে বসে থাকে হাজার বছরের অন্ধকার মেখে,
খোলা চুলে দীঘির পাড়ে আ্নমনা –
কে ও? ও কবিতা নয়, আমার নিঃস্ব মন-
তোকেই তো খুঁজছি আমি হাজার বছর ধরে-
তোকেই সাজাব আজ মন ভরে, যদি পাই দেখা,
ভাঙ্গা মেঘের টুকরো মুকুটে , সবুজ পাতার সবুজ লাগাবো মনে,
চাঁদের কলঙ্কে এঁকে দেব চোখ , কিছু বনফুলের রঙে লিখে দেব তোর শব্দ, বর্ন শরীর ।
এক জ্যোৎস্না ভেজানো রাতে মায়াবি আলো মাখা তোর মুখ,
হয়ত তুই অসাধারন, সবার মাঝে – তোর জন্যই তো পুরস্কার-
আমি ব্যর্থতম প্রান, ধূসর চোখে সবার পিছনে দাঁড়িয়ে তোকে দেখছি হাজার বার –
তুই তো কবিতা নয় , তুই এক বিশ্ব প্রেম, বন্দী নিঃস্ব হৃদয় বক্ষে ,
আমিও নই কোন কবি, আমি তোর ছায়া মাখা সুখ দাসী।
"বিষয়- জীবনমুখী কবিতার আবৃত্তির জন্য "