সুখ আসে চিরকাল পাখির পালকের মত বাতাসের গায় অদৃশ্য আঁচড় কেটে –
কেন সে পারে না হৃদয় মাড়িয়ে স্পন্দন টুকু হতে –
দুঃখ যা পারে অনায়াসে-
দুঃখ চিরকাল কিনে নেয় মনের ভিটে মাটি জমি জলের দরে –  
বুনে দেয় বেদনার সুর ,কান্নার জলে উর্বর –
সুখের কি কিছুটি নেই, এক দানা প্রান ,
নেই কোন পুরানো ধার ,লেনদেন হিসেব নিকেশ –
সে কেবল উদবাস্তু যাযাবর পরিযায়ী পাখির মতা চিরকাল –