একটা দুঃস্বপ্ন হীন হৃদয় ,
একটু অবকাশ , একাটা কান্নাহীন রাত , আমি খুঁজছি শুধু,
তোকেই জড়াব বলে এক টুকরো হাসিতে ।
একজোড়া কালো মেঘহীন চোখ ,
খুঁজছি আমি তোর চোখের ভিতর ,
যেমন দেখেছি সেদিন , বহুদিন আগে ,আজও মনেপড়ে -
এত অন্ধকার সময় , তোকে শুধুই ডুবিয়ে রাখে ,
আমার অভাবে-