মনের রাজ্যে বইছে ঝোড়ো হাওয়া –
আমি তখন শুকনো ঝরা পাতা ,
বাতাসের গতিপথে উড়ছে শরীর ,
হয়ত ভালোবাসা ।
আকাশ জুড়ে মেঘের খেলা ,
আমি তখন মেঘবালিকা ,
তপ্ত রৌদ্রে পুড়ছে শরীর ,
হয়ত বা প্রেম একা।
তুমি তখন এক পাহাড়িয়া নদীর মত ,
হৃদয় ভরা নুড়ি পাথর ,
খুঁজছ প্লাবন ভাসিয়ে দেবে মনের ওজন ,
হয়ত বা এক স্বপ্ন ।