যদি দেখা হয় আবার,
আমাকে চিনব না আমি,
চিনবে আকাশ নদী মাটি
জ্যোৎস্নারা ভাসবে সাগরের জলে,
আকাশ দাঁড়িয়ে স্থির,
চিকমিক বালুচর হতে মুছে দেবে সব কথা ঢেউ বারবার সেদিনও-
আমি লিখব আবার হয়তবা,
আমায় চিনবে না কেউ-
দূর নৌকার মত দূর থেকে
স্বপ্নের মত হয়ত বা দেখতে তখন আমায়