প্রতিবাদ লিখতে লিখতে
আমি প্রেম লিখেছি দেখ-
প্রতিবাদ করতে করতে
আমি পৃথিবী হয়েছি দেখ-
পৃথিবীর সমস্ত পথে
আমি তো আঁকতে চেয়েছি
আমার উঠানে আসা পাখিদের
কিচির মিচির শব্দ গান,
তবু দেখি আজ সব পথ
দখল করেছে প্রতিবাদ গভীর প্রেমে,
তাই পথেই বেধেছি ঘর,
তুলেছি প্রতিবাদী স্বর,
প্রেম ও প্রতিবাদ মিলেমিশে একাকার
আমার দুঠোটের উত্তাপে গলে তরল সময়,
এই বুঝি দাহ্য হয়ে ওঠে,
এটুকুই ভয় ,আর কিছু নয়-
প্রেম তো এমনই হয়
নেই সময় অসময়-