সহজ করে বলতে গেলে,
বলি একটা কথাই,
দিনের আলো ভীষণ ভালো,
ঠিক তোর চোখের মতই

শরীরের ভেতর প্রান থাকে,
প্রানের ভেতর মন,
তোর নামেতেই জপতে পারি
একটা গোটা জীবন,

সহজ করে চিনতে গেলে,
এই পৃথিবীর মাটির দেহ
বইছে এক আকাশ মন,
খুঁজছে যে প্রেম সারাক্ষন