কোটি কোটি মানুষের স্ব্প্ন চুরি,
হাজার কোটির তছরুপ ,
নেই কোন চোর ধরাধরি,
ধীরে ধীরে সব চুপ ।
স্যাঁতসেতে সব জীবন গুলো ,
ঝড় বাতাসেই সর্ব হারা ,
করছে কেবল বাঁচার জোগাড় ,
ভাংল কারা শিরদাড়া ?
যডি কেউ প্রশ্ন করে ,
যদি কেউ হিসাবটা চায় ,
যদি কেউ গর্জে ওঠে ,
বন্দুকটা তার নিশানায় ।
দিনে দুপুরে চোখের সামনে ,
চলছে শোষন, চলছে শাসন ,
আমরা কেমন দিব্যি আছি
রোদ খাওয়া ছেঁড়া কাঁথার মতন ।