এত যে মেঘের সাথে প্রেম আমার ,
তবু মেঘ বলেনি কখনো ,
তুমি সাগর ছুঁয়ো না –
এত যে সাগরের সাথে প্রেম আমার
সাগর বলেনি কখনো বালু নিয়ে তুমি খেল না –
তবুও , উঁচু পাহাড় জখন চুমু খায় মেঘের ঢলঢলে গালে ,
যখন সাগর ভিজিয়ে দেয় বালুর নরম শরীর
তখন কি জানি কেন ,
মন বলে দিল যেন ,
আমি বেসেছি ভালো মেঘ সাগর বালুর আড়ালে শুধুই তোমাকে ।