যদি কোনদিন আগুনের প্রেমে পড়ি
তবে যেন আগুনেই পুড়ে মরি -
তখন বাচাঁর সাধ যদি জাগে মনে -
ভালোবেসে যায় কি ছোটা জলের পিছনে ।
যদি কোনদিন জলের প্রেমে পড়ি ,
গভীর প্রেমে জলেতে ডুবে মরি
তখন বাচাঁর সাধ যদি জাগে মনে -
দ্বীপ ভালবাসি বলতে কি পারি এ জীবনে -
ভালবাসা যায় কি বলো ভাল আর মন্দ চিনে -
প্রেম কি আর হয় বিচারে , না হয় শুধু দোষ ও গুনে ।
যদি প্রেম হয়েই থাকে , আমি তার সঙ্গে আছি এ জীবনে -
আমি বাঁচতে পারি , মরতে পারি শুধুই প্রেমে ।