শুধু ছুঁয়ে ছুঁয়ে যাব এ পৃথিবীর শরীর ও মন
যেখানে প্রেমের সমাধীরা ঘুমায় একান্তে, নির্জন-
যেখানে পড়ে থাকে কিছু স্বপ্ন ধ্বংসাবশেষ
যদি কোন দিন এ ভাবেই পৃথিবীর ধুলাতে
পরতে্ পরতে্ আমাকে খোঁজো,
সে ধুলা তোমায় বলবেই
সেই মেয়েটার কথা-
যে তোমায় ভালোবেসে মিশেছে জল মাটি বাতাসে,
যে আজও বেঁচে আছে এ পৃথিবীর শরীর ও মনে-
শুধু তোমারই জন্য-