আমি নিঃস্ব হয়েছি,
আমার চোখের জল বেসামাল-
আমার ভালোবাসা চলে যায় ব্যস্তপায় -
আমার মনটাকে দুপায়ে মাড়িয়ে যেন ,
ভীষণ যন্ত্রনায় আমি অনুভূতি হীন।
‘বিশ্বাস’ শব্দটা বড় বেমানান।
আমি শূন্যতার দিকে হাত বাড়াই,
আলতো পায়ে কিছুটা এগো্ই ,
সে কি আসবে আবার?
সব কিছু হারিয়ে যায়-
হায়,আজ আমাকে চেনা দায় ।
কেউ আছো কি আশে-পাশে,
দেখছো কি আমার দিকে ,
পৃথিবী জুড়ে বুঝি নেমেছে অন্ধকার
আমি শুনছি না কিছুই
আমি বুঝছি না কিছুই
কেউ কি ডাকছো আমায়
কেউ কি চিনিয়ে দেবে
আমার ঘরে ফেরার পথ ।