শত্রু পক্ষ কারা?
দেশের প্রাচীরের ঠিক বাইরে যারা তারা ?
নাকি আমার ক্লাসে আমার থেকে ম্যাথ্স এ বেশি নম্বর পাওয়া দুরন্ত ছেলেটা -
শত্রু পক্ষ কারা ?
ইতিহাসে পড়া সেই রাজারাজাদের যুদ্ধে হেরে যাওয়া রাজারা ,
নাকি ফিজিক্সে পড়া সেই স র্ব গ্রাসি ব্লাক হোল –
শত্রু পক্ষ কারা?
এই যে প্রতিদিন আমি আমার আমিত্বের বিপক্ষে হেটে যাই ,
এত পরাধীন থাকি নিজের কাছেই ,
তবে কি সত্যি তাই –
আমি নিজেই আমার শত্রু পক্ষ ?