শব্দরা , কবিতা হলো কবে?
ধুর ,সব্বাই নেশায় বকে,
কবিতাতো হলে একমাত্র শুধু তুমি-
জলরাশি, সাগর হলো কবে
ধুর ,সব্বাই নেশায় বকে ,
সাগর তো একমাত্র তোমার ও রূপ।
ওই জমাট শীলাস্তুপ পাহাড় হলো কবে?
ধুর ,সবাই শুধু নেশায় বকে,
পাহাড় তো শুধু তোমার ঠোটে জমা অভিমান।
শুষ্ক বালুরাশি মরুভূমি হলো কবে?
ধুর ,সবাই শুধু নেশায় বকে-
মরুভূমি তো শুধু তোমার বিরহে আমার এ হৃদয়।