শব্দের কোন রঙ নেই ,
তবুও শব্দে শব্দে আঁকি প্রেমের রূপ –
পথের ধারে জারোয়া ছেলেটার সেই শান্ত মুখ,
সেই দুই চোখ , অপলকে তাকিয়ে ছিল শুধু-
মনে হল যেন প্রেমের কোন ভাষা নেই – শুধু অনুভব ,
প্রেম যেন এমনই নীরব ,শান্ত চিরকাল ।
গভীর স্বচ্ছ জলে রঙ্গিন মাছের ঝাঁক চুম্বন আঁকে ডুবন্ত প্রবাল দেহে –
ওরা জানে প্রেম এমনই হয় -
আমার প্রথম প্রেম ,তাকে আমি রেখে এলাম আন্দামানের এক সমুদ্র সৈকতে
সুনামিতে উঠে আসা মৃত প্রবালের কান্নায় ,
তাকে আমি ভাসিয়ে দিলাম স্বচ্ছ সমুদ্র জলে –
গভীর অরণ্যর পাখিদের গানে গানে , উঁচু উঁচু গাছের মাথায় ছেড়া ছেঁড়া আকাশ কোলে ,
সাদা বালির ওপর বিছানো ভাঙ্গা ঝিনুকের বুকের ভিতর
আমি তাকে রেখে এলাম –
সে এক গোধুলি বেলা গভীর ঘন জঙ্গলে
আমাকে ডুবিয়ে রাখে তার চোখের ভিতরে এক নীল মায়াবী প্রেমে-
তারপর সে হারিয়ে গেছে, চির তরে ঠিকানা বিহীন পথে-
কিছু মিথ্যে শব্দরা শুধু গল্প বোনে কবিতায় ,
এক মিথ্যে জীবনে মিথ্যে কবিতারা খোঁজে রঙ –
ওরা যে বোঝেনা শব্দের কোন রঙ নেই ,
প্রেমের কোন ভাষা নেই ।