একটি ধুলি কনায় বেঁধে রাখে এক বিশ্ব কবিতা –
শত সহস্র জন্ম পার হয়ে যায় ব্যর্থ শব্দ জাল ,
কিছুতেই ছোঁয়া যায় না তাকে –
শুধু দেখি বীজ পত্র মেলে নিঃশব্দে এক বৃষ্টির দিন জমা ধুলোর ভিতরে -
নিঃশব্দ কবিতার দল এক সবুজ ধান ক্ষেতে যেন নূপুর বাঁধা পায় বাতাসে বাতাসে ছন্দ তুলে হেঁটে যায় –
আমি শুনেছি বহুবার ,
হাজার হাজার কবিতার দল প্রেম বুনে দেয় ,রুক্ষ পৃথিবী বক্ষে নিঃশব্দে –
তখন পৃথিবির বুকে জন্ম নেয় এক মানব মন,
শব্দহীন বিস্ময় ভরা চোখে তার তারাদের মিটিমিটি আলো ছুয়েছে শুধু কবিতায় -
বৃষ্টির ধারা ছুয়েছে পদ্ম পাতা , কিছু জমা অভিমান ভেঙ্গেছে আগল ,
পদ্মের কলি জল ভাঙে তখন আলতো বাতাসে ,
লিখে দেয় দিঘির নরম বুকের উপর এক প্রেমের কবিতা ।
আমি পড়তে পারিনি তার অনুভব ,শুধু শব্দে শব্দে ভাঙ্গে মন ।
এমন কত বার হিসেব বিহীন কত রাত জোনাকির ক্ষীণ আলো দেখেছিল নর নারী ,
যুগে যুগে তার ইতিহাস লেখা আছে আকাশের গায় ।
সেই মেঘ দল ,সেই তারা সেই রাত সময় ,
হারিয়ে যায়নি কোথাও , সব থেকে যায় শব্দ হীন কবিতায় –
কিছু শব্দহীন আঁকিবুঁকি দাগ কাটে মনে , আমি বুঝিনি তাদের ,
আমি পারিনি বলতে শব্দে শব্দে কবিতায় মন কথা , শুধু বসে থাকি
আর গুনি ঢেউ তরঙ্গ প্রেম জলে ও মনে, আগুনে , বাতাসে , দেহে ।