বিভোর হয়ে ছুটি ,
স্বপ্নের মেঘ ছোঁব আমি ।
দুঃখ , যন্ত্রণা , বিরহ  যাতনা আরো কত অনুভুতি আনুভব তারা
আঘাত আনে  যেন বল্লমের তির্জক ফলা তীক্ষ্ণ বিন্দুর ওপর এক  মনের ওজন ।
আমি তখনো বলেছি ওদের , ভালোবাসি –
আমার চলার পথ, ভালোবাসি , বলেছি অভূত সুন্দর ,
বিভোর প্রেমে আমি যখন , স্বপ্নের মেঘ ছুতে ছুটি ।
আমি দেখেছি দিঘী ভরা পদ্মের চারিদিকে কাঁটার আবরণ ,
আমি দেখছি নরম মেঘের গায়ে বিদ্যুতের  স্পর্শ ,
আমি দেখছি জীবন দোমড়ানো মোচড়ানো ভাঙা সস্তা টিনের মতন ,
গায়ে ধরা মরচে যেমন যায় খয়ে খয়ে –
কান্নার স্রোতের অভিমুখে  দাঁড়িয়ে থাকে ব্যারথ জীবন ,বাজিরাখে শেষ নিঃশ্বাস  ,  
যদি রুখতে পারে –
শেষ সম্বল আশা বুকে বেধে গোছানো খড়ের আঁটি বাঁধে ঘরে ফেরে ক্লান্ত চাষীর মত ,
জীবনের সন্ধ্যা নামে , এক করে করে ফুরালো সব কথা, সব ব্যাথা ,
ফসল দানায় রাখা স্বপ্নের মেঘ ,
বিভোর হয়ে ছুটি আমি ,
সবপ্ন মেঘের পিছু পিছু।