সকাল থেকে যে মানুষ ঠিকা কাজে আসে ,
কোদাল চালিয়ে মাটি কাটে ,
সেও কথা রাখে,
যে মেয়েটা পিঠের গামছায় শিশুটিকে বেঁধে
মাথায় ইটের বোঝা বয়
সেও কথা রাখে ,
যে ছেলেটা ট্রেনে মশলা মুড়ি বেচে,
অথবা যে অন্ধ গাইয়ে
হারমোনিয়ামে স্বারলিপি খোঁজে –
সেও কথা রাখে –
যে মানুষটা রোজ ভোর চারটের ট্রেনে চড়ে ,
পাঁশকুড়া লোকাল -
সে ফেরিওয়ালা ,সারাদিন শহর জুড়ে মশারি গামছা বেচে
সেও কথা রাখে –
এই কজন ও আরো এমন অনেক জন ,
যাদের আমি চিনেছি রোজের পথ চলতে ,
জীবনের এইসব কিছু অচেনা অদেখা
প্রতিটি গল্পই কথা রাখার গল্প বলে যায়-
অথচ জানো, তারা আজকের দিন কেন ,
কোনদিনই কারো কাছে কোন কথা দেয়নি কথা রাখার-