মেঘ , বৃষ্টি , আকাশ নদী ,
সবুজ পাহাড় ও নীল সাগর –
প্রশ্ন সবার-
এই মেয়েটা ঠিক করে বল , কাকে ভালো বাসিস ?
নাম না জানা সেই ছেলেটাও তাকিয়ে আছে তখন-
আমি তখন বালির ওপর রোদ মেখেছি ,জল ভেজা গায় –
প্রশ্ন শুনে হাসতে হাসতে হেলান দিয়ে বাতাসের গায় ,
আমি বললাম ,
দন্দ আমার নেই তো মনে , ভালোবাসি , ভালোবাসি
জন্মে জন্মে ভালোবাসি –
এক পৃথিবী ভালোবাসি –
যেথায় আছে মেঘ ,বৃস্টি ,আকাশ , নদী , সবুজ পাহাড় ,
নীল সাগর আর সেই ছেলেটার মন –