কেন আর আসে না প্রেম প্রজাপতির মত পাখনা মেলে মেলে ,
কেন আর আস না তুমি বিভোর চোখে , আমার কাজল নয়নে ,
আরো একবার ডুব দিয়ে যেতে অকারন –সেদিন এর মত –
সেদিন তুমি বন্ধু তুমি , বলেছিলে কত ভালোবাসা ধরে এই মন ,
কত দিন কত রাত কত বার তোমার মনের ভিতর আমার মন ,
আমি ছাড়া কে তুমি ? তুমি ছাড়া কে আমি ?
সেদিন কথায় কথায় আসে প্রেম , প্রেমে প্রেমে আসে কথা –
আকাশ বাতাস ভরা ভালবাসায় দিন রাত আসে যায় -
সেদিনের মত কেন প্রেম , আর আসে নাতো –
এখনো তো দেখি সবুজ ঘাসের মাথায় ঘাস ফুল জুড়ে , ঊড়ছে প্রজাপতি ,
পাখায় পখায় কত রঙ –এখনো তো কেউ আঁকে ওর ডানায় নিখুঁত আল্পনা সেদিনের মতো গভীর প্রেমে –
কই তুমি আর আঁকনাতো ঘাস্ ফুল ছিঁড়ে আমায় ছুঁয়ে ছুঁয়ে ,…… কী যেন লিখতে সেদি্ন ,
প্রেমের কবিতার মত -
এখনো দেখি ফোটে ঘাস ফুল নদী পাড় জুড়ে ,
হেঁটে যাও তুমি আন মনে মনে, এক আলগা দূরত্বে আমি –
কই আমা্র হাত খানা ধরে বলোনাতো ভালোবাসি ।