সে তো ঝড়ের বাতাস ,
ঝটিকা সফরে উড়ায় এ মন,  
টুকরো করে শুখনো পাতার মতন ।

সে তো বৃষ্টি মুখর দিন ,
এক আকাশ আঁধার ছিটিয়ে আমার বুকে ,
ঝরতে থাকে রিমঝিমঝিম।
  

সে তো জল মুক্ত দানা ,
জল ভেজা চুলে মুক্ত ছড়ায় এক ঝটকায়   ,  
আমার জিভের ডগায় রেখে যায় মরুভূমি –
  
সে  আমার গহন হৃদয় ,  
নিংড়ে নিয়ে সলতে পাকায় শাড়ীর খুঁটে ,  
আগুন লাগায় , কুটনো কুটে নখের ডগা, উষ্ণ ঠোঁটে।