সে কি প্রেম ?
ঘুম ভাঙ্গা রাত ,আধ ফোটা চাঁদ ,
বুকের ভিতর লুকিয়ে থাকা না বলা কথারা
জমায় মেঘ গভীর আঁধারে চোখের কোনেতে
ঘনায় বাষ্প জল-
কেউ দেখেনি কেউ দেখেনি – শুধু অন্ধকার –
বক্ষে জড়িয়ে নিচ্ছে রাত –করছে স্নান,
উষ্ণ চোখের জল বুনছে স্বপ্ন জাল ।
আজ কার খোঁজে মন পাগল এমন ,
কেন আকাশ তারা ধুলায় লোটে-
সে কি প্রেম?
ভোরের আলো উঠলো ফুটে,
স্বপ্ন তো নয়, মিথ্যে তো নয় সব।
আকাশের মেঘ বৃষ্টি হয়ে পড়ল ঝরে -
তবে কার তরে ?