তোমায় ভালবেসে মন –
নীরব আঘাতে মরে যে ,
সে আমি নয় আমি নয়।
তোমায় ভালবাসি বলে-
এই আমি যদি তোমাকে চাই,
যদি তোমায় ভালবাসি বলে
প্রতিটি রাত নীরবে কেঁদে যাই-
সে আমি নয় আমি নয়।
ভালবাসি বলে যদি ভুল করে
তোমাকে চাই স্বপ্নেও
সে আমি নয়, আমি নয়।
এক না বলা ভালোবাসা ,
না বলাই রবে –
গোপন অভিমানে আনত নয়ন দুটি –
লুকাবে গাছের পিছে ,
দেখবে তোমায় চুপিচুপি ।
সে আমি নয় আমি নয় ।
বন্ধ ঘরের আরশিতে
একা একা এ শ্যামলা মুখ –
খোঁজে তোমাকেই শুধু ,
নিজের চোখের তারায় ,
অথবা নিজেকে তোমার চোখে
ভাবছে মনে মনে -
সে আমি নয় আমি নয়।
বলছি বাতাস তোর কানে কানে
এ প্রেম কথা যেনো না যায় ঊড়ে
ভ্রমরের প্রেম গুঞ্জনে
এ উদাস মন যখন তখন হস না উদাস এমন
এক ভালোবাসা আমি ,
যে তোমার যোগ্য নয়
তবু চিরকাল একাকীত্বের
মাঝে সে শুধু অনুভবে জেগে রয়।
সে আমি নয়, আমি নয়।