রঙিন ফিতেয় বাঁধা
বাদামী চুলের বেনী।
বেপরোয়া হাঁটে-
মানে না কাহাকে।
উজ্জ্বল চোখে দীপ্ত আলোক ছটা ,
তার চকিত চাহানি নহে ম্লান।
সে খোঁজে না কাহারে
খোঁজে না কোনো কিছু
স্টেসনের গাছতলা
অথবা ঝিলের ধার
যেখানে যখন দাঁড়ায় সে
তাই হয় ঠিকানা তার।
সে যাযাবর ,বাঁধে ঘর
পরযায়ী পাখীর মত -
এক স্বাধীন আকাশে মন তার
উড়ো মেঘ যেন উড়ে উড়ে যায়
অবাধ স্বাধীনতায়।
লাবন্য ভরা শ্যমলা দেহ
যেন শান্ত বনলতা
জঙ্গল মাঝে উঠছে বেড়ে
আপন স্নিগ্ধতায় ।