আমি এক স্বপ্নে দেখি ,
কবি এক কাব্য লেখে …
জ্যোৎস্না জোয়ার সব ছাপিয়ে,
মধ্যরাতে মেঘ সরিয়ে্ ,
চাঁদের গায়ে নরম ঠোটে ।
কবি এক পদ্য লেখে-
কাগজ ,কলম ,খড়-কুটো, মন ,
সব উড়িয়ে ধূলোর ঝড়ে ,
কবি এক পদ্য লেখে আগুন প্রেমে ,
শুকনো মাটি , রুক্ষ বাতাস , পুড়ছে ধরা ।
আমি তো ভাসছি কেবল কবির প্রেমে প্লাবন জলে –
পায়ের তলায় শক্ত মাটি ,অদৃশ্য এক পান্ডুলিপি ।
আমি এক স্বপ্নে দেখি কবি এক পদ্য লেখে ,
হাজার হাজার বছর ধরে-