রঙ লাগাতেই হবে মুখে,
সত্যের রঙ নয় , মিথ্যার রঙ নয় –
ন্যায়ের রঙ নয় , অন্যায়ের রঙ নয় ,
প্রতিবাদের রঙ নয় , শান্তির রঙ নয় ,
রঙ নয় সৎ অথবা অসৎ এর –
রঙ শুধু হয় তোমরা, নয় আমরা ,
হয় তুম্ নয় আমি –
এর পর শুধু দড়ী টানাটানির লড়াই –
হয় হার নয় জিত –
জিত সত্যের নয় , জিত মিথ্যের ও নয় –
জিত ন্যায়ের নয় , ,অন্যায়ের নয় –
জিত শান্তির নয় , জিত অশান্তির নয় –
জিত নয় সৎ অথবা অসতের ও –
জিত শুধু হয় তোমাদের নয় আমাদের –
জিত হয় শুধু তোমার নয় আমার –
এরপর সেই তুমি অথবা আমি –
সেই তুমি অথবা আমি
কেমন সহজেই পেয়ে যাই
ন্যায় অন্যায়ের অবাধ স্বাধীনতা ।
এই স্বাধীনতার রঙ হয় তুমি নয় আমি ।