খোলা জানালার কাচে চোখ ,
সবুজের রেলপথ গেছে মেঘেদের বাড়ি –
দূর পাল্লার ট্রেন ছুটে যায় ,
ছুটে যায় স্বপ্নের মালগাড়ি –
যাবি?
যাবি তুই , সঙ্গে আমার –  
বেশ গল্পের মত হবে-
হোক না কবিতার মুখ ভারি –
না গেলে না যাস ,
আমি তো যাবোই –
তবে তোর সঙ্গে আড়ি ।
যদি যাস তুই ,  
বুনে দেব কিছু গল্প মাদুর কাঠি ,
খুঁজে দেব কিছু ঝরা ধানফুল ,
কই চাবালির ঠোঁটে –
সবপ্নের দরে বেচে দিস তুই ,
তোর কবিতার মেলা বসে যেই হাটে –