দেশ ভরা মাথাদের ,
গাল ভরা কথা ,
টাকা ভরা বিছানায় শুয়ে,
গায়ে বড় ব্যাথা ।

আমি তুমি জনগণ ,
মরি বাঁচি কার কি ?
হেলমেট নাই কেন ,
দাও টাকা নেই কি ?

ওরা সব পেয়েছে তো,
টাকা তোলা বর যে ,
তুমি শুধু দিতে থাক ,
নাম তার কর যে ।


জিনিসের দাম বাড়ে  ,
বাড়ে ধন ধনীদের –
গরীব গরীব হয় ,  
জমে মেদ নেতাদের ।

ওরা খেলে সাপ লুডো  
কার পেটে কে যায় ।
ছোট বড় দান চেলে
কে কত বড় হয় ।
  
এভাবেই চলে দেশ ,
চলে ওরা গড় গড় ।
আমি তুমি বসে থাকি
নেই কোন নড়বড় ।

এরপর এক বড় সাপ
একদিন গিলে নিল দেশটা ।
পারবেকি ধরতে    
সে সাপের লেজটা ?