কিছু শব্দ দাও –
আমি শব্দ পান করে মাতাল হয়ে যাই।
এমন কিছু শব্দ দাও
আজ মন ভরে লিখি –এক কবিতা ,
এক নির্ভুল নির্ভীক সজ্ঞান প্রতিবাদ ।
সবার মত না হয় না হবে –
তবু আজ চোখে চোখ রেখে প্রতিবাদ।
আগুনে পোড়া ঘর ,রক্ত নদী স্রোত বহমান,
এক বিচ্ছিন্ন বদ্বীপের মত অস্পষ্ট চোখে ,চির ব্যাবধানে –
কতকাল আমি নিষ্পাপ পবিত্র হয়ে ঘুমিয়ে থাকব ?
কিছু শব্দ দাও আমি জাগতে চাই ,
কেন এত পরাধীন আমি নিজের কাছেই?
মাড়ানো ঘাসের মত জীবন, নিতান্ত সাধারন আমি তবু বাঁচতে চাই -
এমন কিছু শব্দ দাও ,শব্দ নৌকায় এ জীবন পার করে ,
আমি তোকে এনে দেবই স্বাধীনতা , যতই হইনা দুর্বল -
যা কবিতা যা প্রতিবাদ করে মরে যাস যদি যা।