মানুষ দেখেছ কোথাও ?
জীবনের ভিড় ঠেলে ঠেলে খুঁড়িয়ে হাঁটে বিবর্ণ মলিন মুখ –
পুরানো পুতুল , রূপহীন ,রঙ হীন ,উসকো খুসকো চুল –
ঘুমিয়ে গেছে আমার আমিত্ব গভীর অন্ধকারে ধীরে ধীরে
ঠিকানা বিহীন ,সরুগলি পথ ,
আর ফিরবে কি ? আমি খোঁজ রাখিনি তার।
ক্ষয়ে ক্ষয়ে গেছে মন,
আজ মানুষের মত সেজেছি কেবল-
তবু দেহের প্রতিটি কনায় অবিশ্বাস ,অবিশ্বাস আর
অবিশ্বাস – নিজেকেই অবিশ্বাস ।
এক দুঃসাহসে আজও ফুল ,পাখি ,গাছ
কত রঙে লাল নীল সবুজ হলুদ-
আর আমি এক বিবর্ণ মলিন ,মুখে রঙ মাখা পুতুল-