একটা স্বাধীন দেশের রাজ সিংহাসন,
ওখানে একবার বসতে পারলেই ,
একশ তিরিশ কোটি মানুষ সহ গোটা দেশটাই তোমার ক্রীতদাস ,
এরপর ইচ্ছে মত শোষণ কর ,শাসন চালাও , মহল বানাও।
মানুষের স্বপ্ন , জীবন, হাড়গোড় মাংস চিবিয়ে খাও অবাধ স্বাধীনতায় -
একটা মাছিও ভোঁ আওয়াজ তুলবে না ।
দিন দিন এগিয়ে আসে সিংহাসন দখলের দিন ,
ভিতু দুর্বল ক্রীতদাস আরো ভয় পায় ,
নেকড়ে, হায়না, সিংহ , কুমীর দল বল নিয়ে হাজির একে একে ,
ভীতু দুর্বল ক্রীতদাসেদের ওই একটাই অধিকার-
নেকড়ে , হায়না , সিংহ না কুমীর , আজ তারা কার হবে ক্রীতদাস ,
আর ভুলচুক কিছু হলে বেঘোরে যাবে প্রান।
এটাই সে দেশের রাজকীয় ট্র্যাডিশন ।