সৎ অসৎ , ন্যায় অন্যায় এর মধ্যে
একদিন বিস্তর ব্যাব ধান ছিল –
আজ আর নেই –
আজ শুধু প্রাচীর তুলেছি ,আমার আমি ও আমিত্বের মধ্যে , বিস্তর ব্যাবধান-
যখন পাহাড় ধসে যায় ,
যখন সুনামি আসে –
তখন সব কেমন তছনছ হয়ে যায় –
আজ তেমনি এক সময় –
না না কোন সুনামি নয় , পাহাড়ের ধস নয়-
আমি মেরুদণ্ডী মানুষ ,আজ আমার মেরুদণ্ড ভেঙ্গে পড়েছে –
আমার লোভের আগুনে ,
তছনছ এ সমাজ জীবন –
আমার প্রতিচ্ছবি আমি নিজেই চিনি কি ,
সমাজের ভেঙ্গে যাওয়া আয়নায় ভাসে শুধুই আমার অবক্ষয় ।