সে এসেছিল চাতকের মত ,
ভালোবেসে আমায় –
সে মেখেছিল রোদ ,গ্রীষ্ম দুপুর তখন ,
হেঁটেছিল পায় পায় আমার ছায়ার মত ।


আজো সে আমায় ভালোবাসে কি?
আজো সে আগুন মাখে কি ?

সে লিখেছিল মন মনের ওপর ,
যেন বাতাসের গায় জল- ফড়িং এর ওড়াওড়ি –
সে প্রেমিক ছিল সেদিন ,

আজো কি সে পারে মনের ওপর মন লিখে দিতে ?
আজো সে প্রেমিক আছে কি?