আমার সকাল, আমার দুপুর,
আমার বিকাল, রাত্রি গভীর
জমা থাক সব তোর কাছে

আমার প্রতিটি শব্দ, আমার  প্রতিটি অক্ষর
গড়ুক সৈন্য দল-
রুখে দিক যারা তোর বিপরীতে-

আমার সকালগুলোতে কতটা রোদ রেখেছিস,
আমার রাত্রিগুলোতে কতটা অন্ধকার মেখেছিস,
কোন কাল ,কোন মাস কোন ঋতুতে তোর
বৃষ্টিকাল-
অথবা কোন নিয়মে বাজাবি বিষাদ রাগীনি
আমি জানতে চাইনি ,
আমি জানতে চাইব না কোন দিন
চাঁদ কি জানতে চায় কখনো ,
তার আলো পৃথিবী কতটুকু মাখে,
সে শুধু পাক খায় পৃথিবী প্রেমে-