কি ভাবিছ ওগো উঠানে বসিয়া –
দেখো চোখ মেলে দেখো ,
কি বিরাট পৃথিবী ডাকিছে তোমায় আপন বলিয়া ।


এটা আমার প্রথম প্রকাশিত কবিতা ক্লাস ফোরএতে স্কুল মাগ্যাজিনের জন্য। এটা পড়ে স্কুলের অনেককেই বলেছিল বাড়ির কেউ এটা লিখে দিয়েছে । আমার খুব মন খারাপ হয়েছিল।