আমি তো ছুঁইনি শুধু পাথর,
ছুঁয়েছি শিল্পি তোমারো হাত,
সেই কবেকার তুমি আঁকতেছিলে
পাথর কেটে কেটে হয়ত বা আমার বিলাসি মন,
সময়ের চাকার মতন,
মাড়িয়ে চলে যায়,রেখে যায় শুধু দাগ
হয়ত বা পাথরের গায় ক্ষয়ে যাওয়া ক্ষতের মত -
আমি ছুঁয়েছি, বলেছি ভালোবাসি  তোকে দেখতে ঠিক
অবিকল আজও প্রেমের মতন