এক ছোট্ট মেয়ে ,
খেলছিল সে রঙিন কাগজ নিয়ে –
আপন মনে বিকাল বেলা বারান্দায় বসে –
তার টুকরো কাগজ গুলি গেল হঠাত বাতাসে ভেসে।
ঝড় উঠেছে রে , ঝড় উঠেছে রে-
বইছে ঝড়ো হওয়া জোরে।
নরম মুঠিতে চোখ ঘষে ,কাঁদছে অবুঝ ছোট্ট মেয়ে,
খুঁজছে মাকে, এদিক ওদিক চেয়ে ।
কে আমার রঙিন কাগজ উড়িয়ে নিল মাগো?
ধরো ওকে ধরো বকনাগো ,মারনাগো ।
আজ আমার সব খেলা হল নষ্ট,
ছাড়বে না ওকে , দোষ করেছে ও মস্ত।
মা কোলে তুলে আদরে বলে তারে-
আরে বাতাস এসেছে ঘরে –
ঝড় উঠেছে কিনা –
আজ তোমার খেলতে যাওয়া মানা ।
অবাক পানে, মায়ের মুখটি চেয়ে-
শিশু মন তার চিন্তায় গেল ছেয়ে-
বলল সেও ,বাতাস এসেছে ঘরে –
তবে কেন তাকে দেখতে পেলাম নারে ?
মা বলে, বাতাস কে তো যায় না ধরা,যায় না দেখা-
তার কাছে এ কেমন মজার কথা, এ কেমন হাসির কথা-
রাগ ভুলে সে হাসছে এবার খিলখিলিয়ে -
বাতাস যায় লুকিয়ে তাকে ছুয়ে ।
সে তাকে ধরতে পারছে নারে?
সে দেখতে পাচ্ছে না রে ।