আমার প্রথম আপরাধ ,
আমি তোমাকে ভালোবাসি ।
তুমি মনহীন ,তুমি বিশ্বাসঘাতক ।
আমার দ্বিতীয় অপরাধ,
আমি তোমাকেই ভালোবাসি ।
তোমার অপমান, তোমার অবহেলা
আমায় মৃত্যুর দিকে ঠেলছে হাসতে হাসতে প্রতিখন-
আমার তৃতীয় অপরাধ,
আমি শুধু তোমাকেই ভালোবাসি-
আমার চোখের জল দেখে
তুমি এক সহজ হাসি হাসছ-
তবু কি কঠিন তার মানে ।
আমার শেষ অপরাধ,
আমি তোমাকে, তোমাকেই, শুধু তোমাকেই-
ভালোবাসি।