ওই আকাশের নীল ,
এই মাঠের সবুজ ,
ভোরের সূর্যের আলোক ছটা ,
বলে যায় চুপি চুপি তুমি আসবে।
চড়ুই পাখীটা বানিয়েছে বাসা,
শুকনো গাছের ডালে
বাবুই এর নীড় হওয়ায় দোলে,
কে যেন আমায় যায় বলে, তুমি আসবে ।
শুকনো পাতা ঝরে গেছে সব,
কচি সবুজের আগমন ,
আমের মুকুলে ভরা আমগাছ,
অবচেতন মন বলে দেয় তুমি আসবে ।
অমাবস্যার আকাশ সরিয়ে,
নিঝুম রাতের আঁধার মাড়িয়ে ,
কখন এসেছে একফালি চাঁদ –
মৃদু জ্যোৎস্নায় আমাকে জানায় তুমি আসবে ।
চোখেতে আমার স্ব্প্ন আঁকা ,
অতীতের ছায়া দলে যায় কে?
শুনি নতুনের হাসাহাসি ,
কে যেন বসে পাশাপাশি-
বলে , তুমি আসবে ।
দূর হতে কার শুনি বাঁশি ,
মন হতে জাগে লুকানো অভিমান রাশি ,
আমার চোখের জল টলমল ,
বাতাস ছুয়ে বলে যায়
কানে কানে তুমি আসবে।
আকাশের গায়ে কে যেন এঁকেছে
তোমারই মুখ –
কি জানি কার ছিল মনে এত সুখ ,
কে তোমায় দিল এত রঙ ,
কার তুলির টানে জাগে মন
ঘুম ভাঙা চোখ চুমে বলে যায় তুমি আসবে ।
জীবনের শেষ প্রান্ত ঢলে যায়,
কতো যুগ পার হয়ে যায়,
কতো মলিন হয়ে যায় এ সময়,
অতীত হয়ে যায় সমস্ত ভবিষ্যৎ ধীরে ধীরে-
তবু থেকে যায় ভালোবাসা ।
সে ভালোবাসা টুকু বলে যায় তুমি আসবে ।
স্তব্ধ হৃদয়ের স্পন্দন ধ্বনি ,
কার নাম আমি বার বার শুনি ,
কোন এক অজানা অনুভুতি
হৃদয় ছুঁয়ে বলে গেল তুমি আসবে ।
হাজার স্ব্প্ন ভাঙা ভাঙা ,
সেতো রূপকথা মনে হয় ।
কার বিদ্রুপ হাসি
আমায় ম্লান করে চলে যায় ।
আমি মৃত্যুর কাছাকাছি।
সে মৃত্যুর সুখ টুকু
আমায় কাছে ডেকে বলে তুমি আসবে ।
কে আমার আনল চোখে জল ,
সেকি ভালোবাসা ?
কে আমার ভাঙ্গল এ মন ,
সেকি প্রেম ?
কে আমায় দিল এত অভিমান
আমি জানি না তো ।
আমি জানি শুধু ,একদিন তুমি আসবে ।