সুখের খোঁজে ছুটছ ,
আর দুঃখকে নেবে না তুমি?
জীবন পেয়েছ তুমি-
একটা গোটা জীবন-
জীবনেরই তো আছে সুখ,
জীবনেরই তো আছে দুঃখ,
জীবনেরই তো আছে প্রেম,
জীবনেরই তো আছে বিরহ।
জীবনের যত হাঁসি কান্না
খেলা করে জীবন জুড়ে
কাটে দাগ জীবন পাতায়।
তুমি তো পাথর নও-
যে চিরকাল স্থবির হয়ে থাকবে ,
আঁচড় লাগবে না গায় ।
যেখানে মৃত্যু নেই ,
সেখানে জন্ম কোথায়-
যে মনে দুঃখ নেই –
সে মনে সুখও নেই ।
যে মন কাঁদতে শেখেনি,
সে মন হাসবে কেমন করে?
সুখেরও কান্না আছে-
দুঃখেরও আছে হাসি।
জীবনের আছে সুখ দুঃখ –
আমি জীবন ভালবাসি ।
আমি থাকি নাই থাকি-
থাক আমার অঙ্গীকার ,
এক পৃথিবী জীবন
ভরা থাক, এ পৃথিবীর বুকে-
সুখে দুখে অনন্ত জীবন ।