ছোট্ট ফিঙে ছানা,
একা একা তার উড়তে মানা
মায়ের সাথে সে উড়তে শেখে ,
আছড়ে পড়ে বার বার ।
এক বার বসে এ গাছের ডালে,  
একবার বসে ও গাছে ,
কখনো বা উড়ে চলে।
এ প্রথম তার উড়তে শেখা,
চারিদিকে তার চোখ চেয়ে দেখা,
এ প্রথম তার আকাশের কোলে
ছোট্ট পাখনা মেলা ।
ওই দেখা যায় গাছের ফাঁকে ,
লম্বা লেজ ঝুলতে থাকে,
নরম অতি কাঁচা ঠোটে
গাছের পোকা সে খোঁটে ।
নরম পায়ে আঁকড়ে ধরে
বসলো পাখি গাছের পরে –
হঠাৎ দেখি হল একি
ফিঙে ছানা খানি
পড়লো শেষে পুকুর মাঝে
ভিজল গা খানি ।
জলে ভেজা পালক ক-খান
হল যে খুব ভারি
তাইতো পাখি উড়তে নারি
ডুবতে থাকে জলে ।
পুকুর ধারে ছিল ভোলা,
ভিজে ছানারে শুকনোতে দিলা।
ফিঙের মা ডালে ডালে ফিরে
খুঁজতে থাকে তারে ।
অবশেষে খোঁজ পেল সে
ওই যে ছানা আছে বসে ।
এরপর দেখি তাজা হল ছানা
মায়ের সাথে সে মেলে দিল ডানা-
চলল উড়ে আকাশ পরে
সমস্ত বাধা জয় করে ।

Date-30/3/2000