জানো মাঝে মাঝে খুব ইচ্ছে হয়
রূপসী চাঁদের থেকেও উজ্জ্বল
রূপে দাঁড়াব তোমার পাশে ।
ঈর্ষায় মরে যাবে চাঁদও ।
নাহলে লাল টুকটুকে গোলাপ ।
আমার চোখ ধাঁধানো রুপ থেকে
ঠিকরে পড়বে মনি মুক্ত চুনি পান্নারা ।
আমার রুপের আলোয় সূর্যও হবে ম্লান ।
সমস্ত কিছু ভুলে তুমি তাকিয়ে থাকবে
অবাক চোখে আমার দিকে ।
আমি বলবো এই আমি শুধুই তোমার ।
বিশ্বাস করবে না তুমি কিছুতেই ।
তুমি বার বার হাজার লক্ষ কোটি বার
আমায় প্রশ্ন করে যাবে-
এই চাঁদ কি শুধু আমার আকাশেই ওঠে ?
এই রক্ত গোলাপ কি শুধু আমার বাগানেই ফোটে ?
আমি বলব আজ কোন প্রশ্ন নয় ।
এই চাঁদ ,এই গোলাপ শুধুই তোমার-
ভালবাসি –শুধু তোমাকেই ।
আর কোন উত্তর আমি জানি না ।
তোমার অবিশ্বাসি সন্ধিহান কৌতূহলী মন
হবে না শান্ত ।
উন্মত্ত সমুদ্রের ঢেউ এর মতো আছড়ে পড়বে তীরে –
ক্ষত বিক্ষত হবে প্রতিক্ষণ ।
যেমনটি আমার হয় ।