কখন এসেছ তুমি-
বসে আছো একা ,এই অন্ধকার বেলায়-
শুধু এক নারীর অপেক্ষায় ।
একি তোমাকে মানায় ?
ওই দেখ দূর আকাশে আলোর বন্যা আজ ,
সারারাত কলকলিয়ে হাসে তারারা ।
এত অন্ধকারে নাইবা এলে এত কাছে বার বার ।
সবাই গেছে ফিরে যুদ্ধ শেষে,
অমৃত পাত্র হাতে একে একে –
বলে গেছে তারা
এই আমি , সমুদ্র মন্থনে উঠে আসা বিষ নারী ।
সবাই জেনেছে আজ –
আমার শরীরে শরীরে শুধু রক্তের দাগ – প্রস্তুত যুদ্ধ ক্ষেত্র।
পৃথিবীর সমস্ত ইতিহাস সাক্ষী নিয়ে -
তবে কেন এলে আবার?
আমায় ভালবেসে -যুদ্ধে, দন্দে , হিংসায় , ঈর্ষায়
তোমার সমস্ত খেলায় আমাকে জিতে নেবে বলে?
নাকি আরো একবার সাজাবে আমায় দোষী মনের মতো করে,
তোমাদের প্রেমের হিংস্র বন্য লড়াই শেষ হলে ?