সোনালী ধানের শিষ ওই
দুলে দুলে করে থৈ থৈ
বাতাস দোলায় তারে
মেঠো রাস্তার ধারে
ঘাস আর ঘাস ভরে
আঁকা বাঁকা পথ ধরে
হেঁটে চলি ছন্দে ছন্দে
কতনা আনন্দে ।
চারিদিকে শুধু মাঠ
সোনালী ধানের মাঠ
নির্জন দুপুর নিস্তব্ধ শান্ত
সূর্যের তাপে ক্লান্ত।
চঞ্চল হাওয়ার তালে
নাচে নৌকার পাল
জল হীন নদীতে একা
কহিবে সে কারে কথা।
খুঁজে খুঁজে জল দিশা হারা
ক্লান্ত ভিখারী হাতে একতারা ।
মাথা নোয়া কচি কচি ঘাস
হাসে মেঘহীন নীলাকাশ
কাঁদে ব্যাঙাচী ছানা
কাঁদে কচুরিপানা
কি করে বাঁচবে ধরা
হয়ে বৃষ্টি হারা।
date-23/4/1999 ডাইরির পাতা থেকে।