তুমি চেয়েছ আমায়
যেমন করে চাতক আকাশের কাছে বৃষ্টি চায় ।
আমি চেয়েছি তোমায়
যেমন করে পাখী নীড় চায় ।
তুমি বেসেছ ভালো সূর্যের মত প্রখর তাপে-
আমি বরফের মত গলেছি ,
ঝরনা হয়ে আছড়ে পড়েছি তোমার বুকে,
তারপর বয়ে গেছি শান্ত
নদীর নরম স্রোতে ভেসে ভেসে
কচুরীপানার বেগুনি ফুলের ভিড় ঠেলে ঠেলে
তখন আমরা দুটি হাঁস, খুঁজছি নিরালা অবকাশ –
ঝরা কৃষ্ণচূড়ার হলুদ ফুলে ভরা
এক নদী উষ্ণ জল –
যদি পেয়ে যাই আমারা দুজন - বসন্ত বেলাশেষে-
এক সমুদ্র জমানো প্রেম – আজও আছে অপেক্ষায়
ইচ্ছে মনে এইবেলা ডানা ঝাপটে করি স্নান দুজনাতে ।