তোমার সাথে আমার দূরত্ব-
জীবন আর মরনের মাঝে যতটুকু ,
অথবা আলো ও অন্ধকারের মধ্যে যতটুকু,
ঠিক ততটুকু ।
পাশাপাশি , তবু যেন অসীম –
তবু এমন কোনোদিন আসবে কি,
যেদিন তুমি আর আমি আকাশের একটাই রামধনু ।
এই জীবন-মরন, আলো- অন্ধকার ভালবাসা
আমায় প্রশ্ন করে যায় কত।
তুমিতো জানো এর উত্তর হয় না কোন ।