আমাদের সব কথা লিখব না ।
আমাদের সব কথা বলব না-
অন্য কোন জনে ,
আমাদের কথা পৃথিবীর বুকে মিশে যাক
আকাশে বাতাসে উড়ে যাক,
মেঘ হয়ে ভেসে যাক,
ফুল হয়ে ফুটে যাক ঘাসের আগায় ।
জানো কতো রাত আমি জাগি,
কতো সাধ করে আমি কাঁদি –
কোন অভিমান, অধর বক্ষ ছুঁয়ে যায়
আজ মৃদু কম্পনে
সেকি প্রেম , সেকি সুখ , সেকি ভয় –
সেকি চুপকথা , নাকি রূপকথা
আমি লিখব না ।
আমি বলব না অন্য কোন জনে –