উড়তে উড়তে দূর থেকে দূরে চলে যাচ্ছ –
আকাশ বাতাস মেঘ সরিয়ে –
ধীরে ধীরে মহাকাশের আন্ধকারে,
গভীর থেকে গভীরে হারিয়ে যাচ্ছ ,
দিন ও রাত্রির , সকাল ও সন্ধ্যার
সমস্ত নিয়ম ভেঙ্গে ভেঙ্গে তুমি চলে যাচ্ছ
পৃথিবীর থেকে বহুদূরে ।
নীহারিকা ,ধুমকেতু ,অজস্র গ্রহ নক্ষত্রের
গা ঘেষে তুমি ভেসে চলেছ বিশ্ব মাতৃ গহরে ।
দূর থেকে একবার পৃথিবীর দিকে তাকালে তুমি –
এক নীল মায়াবী চোখে পৃথিবীও
তাকিয়ে আছে তোমার দিকে –
যেন পৃথিবীর সাথে তোমার প্রেম
আবার নতুন করে ।
সে প্রেম ঝরে পড়ছে পৃথিবীর নীল চোখের থেকে ।
তুমি দেখলে , পৃথিবীটা দাঁড়িয়ে আছে
ভীষণ একা একা ।
আকাশে আকাশ নেই –
সূর্য চন্দ্র তারা মেঘ কিচ্ছু নেই –
এমন একটা পৃথিবী তুমি কখনো দেখনি আগে ।
পৃথিবীর বুকে তুমি ঝড় দেখেছো, বৃষ্টি দেখেছ
মানুষের হাসি কান্নার সাগর দেখেছ ।
পৃথিবীর অনু পরমানু ভেঙ্গে ভেঙ্গে তুমি দেখেছ ।
কিন্তু আজ , পৃথিবীর সাতখানা মহাদেশের একটাকেও
আলাদা করতে পারলে না কিছুতেই ।
অনুভব করতে পারলে না –
পৃথিবীর সাথে তোমার দূরত্ব কতটা ।
একদিন পৃথিবীর বুকে মাথা রেখে তুমি ঘুমিয়েছ ।
কিন্তু মনের কাছে কিছুতেই পৌঁছতে পারনি, তুমি চেষ্টাও করনি ।
অথচ আজ অবলীলায় অতি সহজে আবিষ্কার করলে,
পৃথিবীর চোখ ,মুখ ,সারাদেহ এমনকি মনটাও নীল –
প্রশ্ন জাগল তোমার মনে ?
বিষের যন্ত্রণায় হল কি নীল-
নাকি প্রেম ?
পৃথিবীর মানব সভ্যতার সমস্ত ইতিহাস তোমার দিকে তাকিয়ে –
কোন ভবিষ্যৎ তুমি রচনা করবে , সে প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে।