স্বপ্নের মন ছুঁয়ে চলে গেল সে-
তবুও স্বপ্নকে পাওয়ার দুঃস্বপ্ন দেখেনা সে।
স্বপ্নরা তো রঙিন-
লাল, নীল, সবুজ, হলুদ, গোলাপি।
স্বপ্নের কতো রঙ ,আর তার বিবর্ণ ।
সে যেন এক অন্ধকার অমাবস্যার রাত।
অন্ধকার হলে চোখে ঘুম এলে-
স্বপ্নরা কাছে আসে,ভালবাসে, কাছে ডাকে-
স্বপ্নরা এমন কেন হয়?
এভাবে কি ভালবাসা যায় ।
সে কেমন করে যাবে স্বপ্নের কাছে,
ঘরে তার ক্ষুধার্ত রাত
সাম্রাজ্য গড়ে তুলেছে।
ছেঁড়া বিছানার চাদরে,
জমে থাকা শান্ত ধূলার স্তরে
ঢাকা মলিন জীবন তার -
চারিদিক জুড়ে শুধু ঘুটঘুটে অন্ধকার ।
দুঃখ , যন্ত্রণা, বঞ্চনা, দারিদ্র, অভাব-
অট্টহাস্যে দখল করেছে জীবনের মাটিটুকু ।
তবুও রাত এলে আসে ঘুম,
আসে স্বপ্ন দেখানো রঙিন স্বপ্নরা ।
হটাৎ একদিন, ঘটলো চমৎকার –
ওই উঁচু ক্ষমতার পাহাড়টা তার একার ।
সে আজ সেজেছে স্বপ্নের রঙে নয় –
আজ সে সেজেছে দম্ভ, অহঙ্কারের আগুন রঙে ।
আজ একটু অন্ধকার পেলে
স্বপ্নরা মুখ লুকিয়ে কাঁদে।
সেই সমস্ত স্বপ্নরা-
লাল, নীল, সবুজ, হলুদ, গোলাপি-
কত রঙের স্বপ্নরা ।
জীবনের উজ্জ্বল আলোয় ,
আজ স্বপ্নরা পুড়ে ছাই- ধূসর ।
সেই চোখে ঘুম আনা স্বপ্নরা-
রাতের অন্ধকারে পথ দেখানো অপূর্ব এক নারীর মত,
সুন্দরী স্বপ্নরা, আর আসেনা তারা ।
আজ তারা শুয়ে থাকে অবহেলে ,
ফেলে দেওয়া ছেঁড়া বিছানার চাদরের তলায়
ধূলো মেখে সারাদেহে ,
উদাসীন হয়ে, বিহ্বল চোখে, বিরহিণীর মত ,
কি যেন খোঁজে ।
হয়তো তোমার সে বিবর্ণ মুখ –
হয়তো তোমার সে স্বপ্নের মন ছুঁয়ে যাওয়া সুখ –
তুমিই বলো,
আজ কেমন করে আসবে স্বপ্নরা তোমার কাছে?
সেদিন তোমার মন ছিল,
স্বপ্নকে ছুঁতে পারা এক মন –
সেদিন তোমার চোখে ঘুম ছিল –
আজ আর নেই।
বলো –এভাবে কি প্রেম হয়?